রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার রাতে পুলিশী অভিযানে পলাতক দুই আসামী গ্রেফতার। বুধবার দুপরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের আলতাফ খানের ছেলে বাশার খান ওরফে রফিক মাহমুদকে (১৮) এসআই আব্বাস তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বাশার ওরফে রফিক জিআর ৬৪/২০ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
অন্যদিকে ওই রাতে উপজেলার ফুল্লশ্রী গ্রামের গ্রামের আ.রশিদ মল্লিকের ছেলে তুষার মল্লিককে (২৪) এএসআই মাহাবুব তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত তুষার জিআর ৫৫/২০ মাদক মামলার ওয়ান্টেভুক্ত পলাতক আসামী।
#CBALO/আপন ইসলাম