মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানার এর চাপাতি (পাইক পাড়া) গ্রামে এক নাবালিকা মেয়েকে ধর্ষনের ঘটনা ঘটে। ১৩ সেপ্টেম্বর বিকেল চাপাতি (পাইক পাড়) গ্রামের মোঃ চিহারু আলীর মেয়ে বিথী আক্তার (১২) জনৈক মোঃ মতিনের পুকুর হইতে মাছ আনার জন্য যাওয়ার সময় পথিমধ্যে একই এলাকার মিজ্জাদ আলীর ছেলে শামিম (২৬) বিথী আক্তার টেনে রান্না ঘরে নিয়ে যায় এবং ধর্ষনের চেষ্টা করে।আরও জানা যায় বিথী আক্তার ধর্ষনের বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে মাথা জখম করা হয়। বিথী আক্তার আটোয়ারী উপজেলা রাধানগর হাজী শাহার আলী উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী ।
বিথী আক্তার এর পিতা চিহারু আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার মেয়ে ৮ম শ্রেণিতে পড়ে, আমি তাকে পাশের একটা পুকুরে মাছ আনতে পাঠাই যাওয়ার সময় রাস্তা থেকে মেয়েটাকে তুলে একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায়, মেয়েটার চিৎকার শুনে আমার স্ত্রী গিয়ে উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় তিনি আরো বলেন নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং ৬ তারিখ ১৩/০৯/২০২০ ইং ।
#CBALO/আপন ইসলাম