সোহাগ গাজী- চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি :
দেশী ও পোনা মাছ রক্ষার জন্য ক্ষতিকর প্রায় ১২০০ মিটার জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করলেন দিনাজপুরের চিরিরবন্দর ইউএনও আয়েশা সিদ্দীকা।
মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ি হাটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে উপজেলা পরিষদ চত্বরে তা পুড়িয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু, উপজেলা মৎস্য কর্মকর্তা পূরবী রাণী রায় প্রমূখ।
ইউএনও আয়েশা সিদ্দীকা জানান, দেশী ও পোনা মাছ রক্ষার জন্য সচেতনততামূলক কার্যক্রম অব্যাহত আছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
#CBALO/আপন ইসলাম