মোঃ কামাল হোসেন যশোর থেকে:
আদালতে রায় হলেও তিন বছরেও বাদী পায়নি রায়ের সুফল। এমনটাই ঘটেছে যুগ্ন দায়রা জজ অলালত যশোরের বিচারক এস,এম নুরুল ইসলামের বিচারের একটি মামলায় বায়ে। মামলা সুএে জানা য়ায়, বাদী সুমন আহম্মেদ, পিতা মৃত সামছুর রহমান, সাং রাজঘাট, থানা অভয়নগর, জেলা যশোর, বাদী হয়ে নাজমুল আক্তার, পিতা আঃ বারী, সাং মনজিদপুর, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরার নামে একটি চেক ডিজুনার মামলা করে যাহার মামলা নং সি,আর ৬৩/১৬ বিজ্ঞ আদালত ০২/০৪/২০১৭ তারিখে আসামীর অনুপস্তিতিতেই বিচার শেষ করে মামলার রায়ের আদেশ দেন। রায়ে আসামি নাজমুল আক্তার (পলাতক) এর বিরুদ্ধে The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ ধারায় অভিযোগ প্রমানিত হওয়ায় আসামীকে উক্ত ধারায় দোষি সাব্যস্ত করে ১ বছর সশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত ১০,৮৯৮৮১ (দশ লক্ষ উননব্বই হাজার আটশত একাশি) টাকার দিগুন ২১,৭৯,৭৬২ (একুশ লক্ষ উনআশি হাজার সাতশত বাষট্টি) টাকা জরিমানা করা হয়।
এবং উক্ত টাকা হতে বাদীর প্রাপ্যা টাকা পাবেন বাকী টাকা সরকারী রাজস্বে জমা হবে। এ বিষয়ে মামলার বাদী সুমন আহম্মেদ বলেন, আদালতের বায়ে আমি সন্তুষ্ট, তবে বায় কার্যকর এর ব্যাপারে আমি সন্তুষ্ট নই, কারন ৩ বছরেও আমি রায়ের কোন সুফল পাইনি। ইতিপূর্বেও এ মামলা গ্রেপ্তারী পরোয়ানার ব্যপারে চরম অনিয়ম পেয়েছি যেটা কতৃপক্ষ ভুল বলে দাবি করেছে। আসামী এখন তার পরিবার নিয়ে যশোরেই থাকে, তবে ওয়ারেন্ট সাতক্ষীরা সদর থানায় থাকায় আসামী এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে। এ রায়ের সুফল পেতে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।
#CBALO/আপন ইসলাম