রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাাঁর রাণীনগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশান ফর ইলেকশন সিস্টেম (আইএফইএস) এর সার্বিক সহযোগিতায় রাণীনগর প্রেস ক্লাব ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পিএফজি’র অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা মুনছুর রহমান এর সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পিএফজি’র সমন্বয়কারী সাইদুজ্জামান সাগর, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, সাইদুল ইসলাম ফকির, কাশিমপুর ইউনিয়নের মহিলা মেম্বার মর্জিনা বিবি, সেচ্ছা সেবকলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ,সাংবাদিক আবু ইউসুফ প্রমূখ।
#CBALO/আপন ইসলাম