মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা পৌরসভায় প্রাণ কেন্দ্র চৌরাস্তার মোড় হইতে টিটি এন্ড ডিসি পর্যন্ত ১ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যায়ে আর সি সি ঢালাই কাজ শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে লামা শহরস্থ চৌরাস্তার মোড়ে কাজের অনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা এলজিআরডি প্রকৌশলী মোঃ নাজেম উদ্দীন, অফিসের ওয়ার্ক সহকারি মোঃ জাকের হোসেন,ঠিকাদার ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম জানান, লামা বাসির দীর্ঘদিনের সমস্যার আপাততঃ সমাধান হচ্ছে। রাস্তা প্রশস্ত করণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রাধিকার বিবেচনায় রয়েছে।
সম্মানিত লামার সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে ইতিমধ্যে এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের মতামত দৃষ্টি গোছর হয়েছে। সুতরাং একটু ধৈর্য্য ধারণ করলে ভাল ফলাফল আশা করছি। পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যার বিরামহীন প্রচেষ্টার ফল তিনি আমাদের সকলের প্রিয় অভিভাবক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম পি মহোদয়ের প্রতি।