রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় দুঃস্থ মানবতার হাসপাতালে রোগীদের মাঝে আধুনিক সেবা দেয়ার লক্ষে হাসপাতাল কতৃপক্ষ নতুন ইকো কার্ডিও গ্রাম মেশিন স্থাপন করেছে। রোববার দুপুরে আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের শিতাতপ নিয়ত্রিত একটি কক্ষে মেশিনটির সুইচ টিপে উদ্ধোধন করেন আগৈলঝাড়া দুঃস্থ মানবতা হাসপাতালের চেয়ারম্যান মোঃ জুবায়ের হোসেন ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। আমত্রিত অতিথিরা স্থাপন করা মেশিন রুমে ফিতা কেটে ডুকে এসময় অতিথিদের ফুলের পাপড়ি ছিটিয়ে হাসপাতাল কতৃপক্ষ বরন করে নেয়। ইকো কার্ডিও গ্রাম মেশিনটি স্থাপনের ফলে এখানে সেবা নিতে আসা রোগীরা ইকো কার্ডিও গ্রাম, ইকো কালার ডপ্লার, মহিলাদের ব্রেষ্ট আল্ট্রা সোনোগ্রাফী, টিভিএস আল্ট্রা সোনোগ্রাফীসহ আধুনিক ডিজিটাল সুযোগ-সুবিধা পাবেন।
আগৈলঝাড়া দুঃস্থ মানবতা হাসপাতালে ইকো কার্ডিও গ্রাম মেশিন উদ্ধোধনের সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া দুঃস্থ মানবতার হাসপাতালের পরিচালক ডাঃ হিরনন্ময় হালদার, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ মালিহা মহাসিনা, ডাঃ আবু রাফাত মোঃ দীমন, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাদ, মেশিন স্থাপনকারী ইঞ্জিনিয়ার আলী আকবার খান, আগৈলঝাড়া থানা ও সি তদন্ত মোঃ মাজহারুল ইসলাম, এস আই মোঃ তৈয়ব উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, হাসপাতালের ম্যানেজার মোঃ মনির ফকিরসহ প্রমুক। ইকো কার্ডিও গ্রাম মেশিন স্থাপন উপলক্ষে এসময় আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ ফজলুল হক দোয়া মোনাজাত পরিচালনা করেন।
#CBALO/আপন ইসলাম