রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার তারাকুপি গ্রামের সেলিম বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী জাফর বেপারী ও একই এলাকার সোহরাব বেপারীর ছেলে সোহাগ বেপারীকে শনিবার রাতে গ্রাম গাজাঁসহ গ্রেফতার করেছে। এঘটনায় তাদের দুই জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রবিবার সকালে মামলা দায়ের করেন করেছে। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে ওই দিন বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম