মোঃ মানিক হোসেন স্টাফ রিপোর্টার:
পাবনার ভাঙ্গুড়ায়ট্রেনের ধাক্কায় নিহতকিশোরের পরিচয় পাওয়া গেছে। তার নাম অন্তর আহম্মেদ (১৫)। নিহত অন্তর ভাঙ্গুড়া পৌর সভার উত্তরমেন্দা মহল্লার ইয়াছিন আলীর ছেলে ও পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার একটি মাদ্রাসার ছাত্র।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার তদন্তকারি কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম করে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তশেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,গত শনিবার সকাল১১টার দিকে ভাঙ্গুড়া রেল স্টেশনের পূর্বপাশে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল অন্তর। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামীআন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে মাথায় ও বুকে গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
#CBALO/আপন ইসলাম