নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
সেচ্ছায় করবো রক্ত দান রক্তের অভাবে যেন না হারায় একটি প্রাণ। এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে গাজিপুরস্হ নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি। গাজীপুরে বসবাসরত নান্দাইলের মানবতা প্রেমিদের নিয়ে তৈরী হয় গাজীপুরস্হ নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি। গাজীপুরস্হ নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সদস্যরা বিভিন্ন জায়গায় মুমূর্ষ রোগীদের বিভিন্ন হাসটাতালে সেচ্ছায় রক্তদান করে আসছে।
উক্ত সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের নিয়ে শুক্রবার১১/০৯/২০২০ইং গাজীপুরস্থ নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির অফিসে সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ জালাল উদ্দিন মাস্টার , গাজীপুর সিটির ৩৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডল , বিশিষ্ট লেখক কলামিষ্ট মোঃ সাইদুর রহমান , ৩৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হারুন সিপাই , গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মোঃ অনিক সরকার ,গাজীপুর সিটির ৫৫নং ওয়ার্ড যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ সোলেমান , শ্রমিক নেতা এম এ সালাম , জুট ব্যবসায়ী সাদেক ফরাজী , আশরাফুল কবির মাস্টার , আজিজুল হক।
গাজীপুরস্হ নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি- শাহিন আলম , সিনিয়র সহ-সভাপতি – মুকসেদুল শুভ , সহ-সভাপতি -এনামুল ইসলাম , সাধারণ সম্পাদক -আশরাফুল ইসলাম ,যুগ্ন সাধারণ সম্পাদক -রাসেল রিহান রানা,সাংগঠনিক সম্পাদক -নূরুল হুদা, এডমিন -তাইজুল ইসলাম,এডমিন- তৌহিদুজ্জ্যামান মুল্লা , এডমিন -হ্যাপি , সম্মানিত সদস্য মো সাইফুল, মোঃ রনি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম