মাসুদ রানা আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ায় রাজেদা খাতুন (৪২) নাম এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মৃত-মুন্না শেখের স্ত্রী। ওই এলাকার আব্দুল হামিদ শেখের লিচু বাগানের হলুদ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানান, গতকাল শুক্রবার দুপুরে একদন্ত ইউনিয়নের গোপালপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুল হামিদ শেখের লিচু বাগানের হলুদ খেতে পতিবেশিরা একটি নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে। পওে এলাকাবাসি থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে পাবনা মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসি বলছে, কে বা কাহারা এই মহিলাকে তুলে এনে পরিকল্পিত ভাবে হত্যা করে লিচু বাগানের মধ্যে ফেলে রেখেছে পালিয়ে গেছে।
আটঘরিয়া থানার (ভারপ্রাপ্ত) ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, কে বা কাহারা তাকে মেরে হলুদের খেতে ফেলে রেখেছে। তবে এটা হত্যা না আত্ম হত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
#CBALO/আপন ইসলাম