সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আটোয়ারী থানার ওসি ইজার উদ্দীন পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ ওসি’র পুরস্কার পেয়েছেন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড় জেলার আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইজার উদ্দীন ই-পুলিশিংয়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। ২০২০ সনের আগস্ট মাসের পারফর্মেস বিবেচনায় তাকে পঞ্চগড় জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মোঃ ইজার উদ্দীনের নাম ঘোষনা করেন। এ সময় পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ ওসি মোঃ ইজার উদ্দীনের হাতে শ্রেষ্ঠত্ব অর্জনের সনদপত্র অন্যান্য পুরস্কার তুলে দেন।

 

জানাগেছে, ওয়ারেন্ট তামিল, উদ্ধার তৎপরতা, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, শান্তি- শৃক্সখলা রক্ষা সহ আটোয়ারী থানার সার্বিক আইন-শৃক্সখলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় ওসি মোঃ ইজার উদ্দীনকে এ পুরস্কারে ভুষিত করা হয়েছে। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার থানা সমুহের অফিসার ইনচার্জ(ওসি)গণ উপস্থিত ছিলেন।

 

জানা যায়, মোঃ ইজার উদ্দীন ২০১৯ সালের নভেম্বর মাসের ০৫ তারিখে আটোয়ারী অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। এরপর থেকে আইন-শৃক্সখলা পরিস্থিতি সমুন্নত রাখা, কমিউনিটি পুলিশিং কার্যক্রমসহ নানা ধরনের জনসেবামুলক কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সচেতন মহলের মতে জেলা পুলিশের এহেন উদ্যোগ পুলিশ প্রশাসনকে আইন-শৃক্সখলা রক্ষা কাজে আরো উৎসাহ সৃষ্টি করবে।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।