রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
বর্ধিত ভাড়া না দেয়ায় এক বৃদ্ধ যাত্রীকে পিটিয়ে হত্যা করলো ম্যাজিক চালক। ঝালকাঠি সদর উপজেলার বেশাইন খান গ্রামে বৃহস্পতিবার রাতে ম্যাজিক গাড়ির ভাড়া নিয়ে চালকের সাথে তর্ক হয় যাত্রী নুরুল ইসলামের (৫৮) সাথে। জানা যায় নুরুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। করোনা ভাইরাসের দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া দাবী করায় যাত্রীর সাথে চালকের তর্কের সৃষ্টি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে ম্যাজিক চালক রনি (২৮) গাড়িতে থাকা রেইন্চ দিয়ে যাত্রী নুরুল ইসলামের মাথায় আঘাত করে। মুহুর্তেই মাটিতে লুটিয়ে পরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুরুল ইসলাম। নুরুর স্বজন ও এলাকাবাসীরা তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে। কিস্তু ততক্ষনে প্রান চলে যায় তার। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টায় নুরুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
এলাকার লোকজন জানান, ম্যাজিক গাড়ীর চালকরা এভাবে বেপড়োয়া গাড়ী চালায় এবং যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে। চালকরা যাত্রীদের সাথে ভাড়া নিয়ে জোরজুলূম করে। সিটে ধারন ক্ষমতার চেয়ে লোক বেশি বসায়। চালকরা বাম্পারে ৩/৪ লোক দাড় করিয়ে যাতায়াত করে। এতে দূর্ঘটনা ঘটতে পারে।
#CBALO/আপন ইসলাম