শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় কলেজ গ্রন্থাগারিককে ফাঁসাতে চেক জালিয়াতির অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

চেক জালিয়াতি করে উল্লাপাড়ায় মিজানুর রহমান নামের এক কলেজ গ্রন্থাগারিককে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। মিজানুর রহমান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের বাসিন্দা। তিনি পাবনা জেলার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের গ্রন্থাগারিক পদে কর্মরত। মিজানুর রহমানের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের তিন কর্মচারী নিজেদের অপকর্ম ঢাকতে ও অসৎ উদ্দেশ্যে মিজানুরের বিরুদ্ধে ৯০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগ এনে ইতোমধ্যেই উকিল নোটিশ পাঠিয়েছেন। পাল্টা মামলা দিয়েছেন মিজানুর।

উক্ত মিজানুর রহমান অভিযোগ করেন, তিনি তার গ্রামের বাড়িতে নিজেরে জমি এবং পার্শ্ববর্তী কয়েকজন স্বজনের জমি দীর্ঘমেয়াদি লিজ নিয়ে একটি বড় দিঘী খনন করেন এবং এতে মাছ চাষও শুরু করেন। এই দিঘীর মাছের খাবারের জন্য তিনি নারিশ ফিড নামের একটি কোম্পানির সঙ্গে ব্যবসায় সম্পৃক্ত হন। পেশাগত দক্ষতা বাড়াতে ও উন্নয়নের জন্য তিনি পাঠাগার বিজ্ঞান বিষয়ের উপরে কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাস্টার্স ডিগ্রি গ্রহনের জন্য তিন বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এসময় তার ব্যবসা দেখাশোনার জন্য তিনি তাড়াশ এলাকার ভরগ্রামের হেলাল উদ্দিন, একই এলাকার পংরৌহালি গ্রামের রেজাউল করিম এবং উল্লাপাড়ার ভয়ড়া গ্রামের আব্দুস সালামকে কর্মচারী হিসেবে মৌখিক নিয়োগ দেন।

 

মাস্টার্স ডিগ্রি গ্রহণ করে নিজ ব্যবসায়িক কর্মস্থলে ফিরে আসার পর কর্মচারীদের সঙ্গে হিসাব নিকাশে বসলে মোটা অঙ্কের টাকা বুঝে দিতে পারেনি কর্মচারীরা। এদিকে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনার স্বার্থে মিজানুর রহমান রাজশাহীতে যাওয়ার আগে ওই কর্মচারীদের হাতে ১০ পাতার একটি চেক বইতে স্বাক্ষর করে ফাকা অবস্থায় তুলে দিয়ে যান। উল্লিখিত কর্মচারীরা ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেওয়া মোটা অঙ্কের টাকা দিতে না পারায় নিজেদের অপরাধ আড়াল করতে মিজানুর রহমানের ফাঁকা চেক বইতে ৯০ লাখ টাকার অঙ্ক বসিয়ে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা দিয়ে চেকটি ডিজঅনার্ন্ড দেখান এবং কৌশলে এ ব্যাপারে মিজানুর রহমানকে বিপদগ্রস্থ করতে চেক জালিয়াতির অভিযোগ এনে কথিত কর্মচারীদের পক্ষে আব্দুস সালাম বাদি হয়ে একটি উকিল নোটিশ পাঠান।

 

মিজানুর রহমান আরো জানান, নিরুপায় হয়ে তিনি তার অসৎ কর্মচারীদের অপকর্মের বিরুদ্ধে এবং হীন স্বার্থ চরিতার্থ প্রতিরোধে গত ৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জে বিচারিক হাকিম জনাব মল্লিকা বশাকের আমলী আদালতে (উল্লাপাাড়) কথিত তিন কর্মচারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আদালত বিষয়টি তদন্তের জন্য ইতোমধ্যেই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিআইবি) দায়িত্ব দিয়েছেন।

 

এ ব্যাপারে সিরাজগঞ্জের পিআইবি প্রধান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালত থেকে নির্দেশনার আলোকে তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন জমা দেবেন।

 

এ বিষয়ে বিবাদী আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, মিজানুর রহমানের সঙ্গে তাদের ব্যবসায়িক হিসাব নিকাশ নিয়ে গোলযোগ চলছে। এই প্রেক্ষাপটে তারা মিজানুর রহমানকে উকিল নোটিশ প্রদান করেছেন।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।