মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগরের চেঙ্গুটিয়া রেলষ্টেশন এলাকায় রেললাইনের পাশে এক যুবকের লাশ পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,রেল- লাইন থেকে ৩- ৪ ফুট দূরে বনের মধ্য (আনুমানিক ৩০ বছরের) যুবকের লাশটি পড়ে আছে। ঘটনাস্থলে এলাকার শত শত মানুষের ভিড়, তবে কেও লাশটির কোন পরিচয় সনাক্ত করতে পারে নাই। তবে লাশের পাশে প্রান কোম্পানির কিছু কাগজ পএ পড়ে থাকায় এলাকাবাসীর ধারনা ছেলেটি প্রান কোম্পানিতে চাকুরি করতেন।
ঘটনাস্হলের একটু আগে কাজ করছিল রেলওয়ের কিছু কর্মচারী, তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে মিস্ত্রি মোঃ মোক্তার হোসেন বলেন, এই এলাকার বাসিন্ধা মমিনুল ইসলাম সহ কয়েকজন এসে সকাল ৯.৩০ মিনিটে আমাকে বিষয়টা অবহিত করলে আমি ঘটনা স্হলে গিয়ে ঘটনার সত্যতা জাচাই করে P.W কে বিষয়টা অবহিত করি।
এ বিষয়ে যশোর P.W কর্মকর্তা মাহাবুর হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চেঙ্গুটিয়া ষ্টেশনে এক যুবকের লাস পাওয়া গিয়েছে বলে তিনি জানতে পেরেছেন, বিষয়টা বাংলাদেশ রেলওয়ে পুলিশের যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে ঘটনাস্হলের উদ্দেশ্য রওনা হয়েছেন। ঘটনাস্হলে গিয়ে বিষয়টা তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
#CBALO/আপন ইসলাম