শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কারখানা থেকে লুণ্ঠিত হওয়া ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার গ্রেফতার ৪

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

নাসরিন আক্তার নদী স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কাশিমপুরে একটি কারখানা থেকে চিনা নাগরিককে মারধর করে লুটে নেয়া প্রায় ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ । এঘটনার সাথে জড়িত এক নিরাপত্তা কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে । সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া । গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার সাইফুল ইসলাম, তাঁর স্ত্রী সেলিনা বেগম, একই এলাকার ইব্রাহিম খলিল ও কারখানার নিরাপত্তা কর্মী মো. এমদাদু উল্লাহ ।

 

এসময় পুলিশ কমিশনার জানান, গত ৭ সেপ্টেম্বর রাতে গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারাব এলাকার চংথিয়েন রি-জেনারেশন রির্সোস কোম্মপানীর লিমিটেডের মালিক অং এর শয়ন কক্ষে প্রবেশ করে একদল ডাকাত মাথায় লোহার রড দিয়ে আঘাত করে । পরে রাত ব্যাটারীর কার্টুনে থাকা নগদ দেড় কোটি টাকা লুঠ করে নিয়ে যায় । এঘটনায় কারাখানার মালিক অং থানায় মামলা করলে গাজীপুর মহানগর, জামালপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

 

তাদের কাছ থেকে নগদ ৭৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । এসময় উপ-পুলিশ কমিশনার শরীফ আহমেদ, মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হোসেন, কোনাবাড়ী জোনের এসি থোয়াইঅংপ্রু মারমাসহ অন্যরা উপস্থিত ছিলেন ।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।