মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরের চৌগাছায় অভিনব কায়দায় ৭৪ বোতল ফেনসিডিল পাচারের সময় রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে চৌগাছা পুলিশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিংহঝুলি সড়কে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে কুমড়ার ভেতর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিংহঝুলি সড়কে অবস্থান নিয়ে একটি অটোরিকশা থামিয়ে তিনটি চাল কুমড়াসহ রহমান নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে কুমড়ার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদক আইনে মামলার করবে।
#CBALO/আপন ইসলাম