মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে ‘কোভিড-১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিক্ষন শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস/২০২০ ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফুয়ারা খাতুন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ টিটুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, সাংবাদিক নুরুল ইসলাম প্রমূখ। উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম