তানভীর আহমেদ রিমন, লক্ষীপুর প্রতিনিধি:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে চন্দ্রগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটি এম জাকির হোসেন জাহাঙ্গির।সোমবার বিকালে লক্ষীপুর সদর উপজেলার ১০ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানব কল্যানে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হলো সাংবাদিকতা। তাই এই পেশাকে দেশের অন্যান্য মানুষের সঙ্গে আমিও অনেক সম্মান করি। তিনি বলেন, সমাজের ন্যায় অন্যায় এবং নানা অসংগতি তুলে ধরে মানব কল্যানে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা। আমিও একজন জনপ্রতিনিধি ও রাজনীতিবীদ হিসেবে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডও তুলে ধরেন তিনি।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমেদ ফারুক, বর্তমান সহ-সভাপতি আব্দুন নুর, কোষাদক্ষ মো. আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য সোহেল মাহমুদ মিলন, সিনিয়র সদস্য ইব্রাহীম খলিল মঞ্জু এবং ইমরান হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৬ আগস্ট করোনায় আক্রান্ত হলে, চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা নেয়ার পথে ১০ নং ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মৃত্যুবরণ করেন। এতে যথাযথ নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেন প্যানেল চেয়ারম্যান এটি এম জাকির হোসেন জাহাঙ্গির।
#CBALO/আপন ইসলাম