মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হরিপুরে শতাধিক দূস্থ ও অসহায়দের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২০

জহরুল ইসলাম ( জীবন ) হরিপুর/ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

করোনা ভাইরাস নামক বৈশ্বিক মহামারীর কারণে ঠাকুরগাঁও জেলার সীমান্ত ঘেষাঁ হরিপুর উপজেলার কর্মহীন হয়ে পড়া দূস্থ ও অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন “৯৯ এর বন্ধনে-প্রাণের স্পন্দনে” নামক একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন। ১৯৯৯ইং সালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে যেসব ছাত্ররা এসএসসি পাশ করেছেন তারাই মূলত এ সংগঠনের সদস্য।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় এসএসসি ব্যাচ ১৯৯৯ইং-হরিপুর এর আয়োজনে হরিপুর মোসলেম উদ্দীন সরকারি কলেজ মাঠে সামাজিক দূরুত্ব বজায় রেখে শতাধিক দূস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ৪শত টাকা করে নগদ অর্থ দিয়ে সহযোগিতায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন “৯৯ এর বন্ধনে-প্রাণের স্পন্দনে” এর সদস্য সামশুল হুদা, সুদীপ্ত মজুমদার রিটু, আজগর আলী, রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সাংবাদিক কবিরুল ইসলাম কবির, ইউসুফ আলী, তোফাজ্জুল হোসেন, কামাল চৌধুরী, মেহেদী হাসান সেন্টু, জাকির, গোলাপ ও আনোয়ারসহ অন্যান্য সদস্যগণ।

তারা জানিয়েছে দূস্থ ও অসহায় মানুষকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।