লামা প্রতিনিধিঃ
বান্দরবানের লামার ফাইতং ৩৫ বছর ধরে ভোগদখলীয় জমি অবৈধ ভাবে জবর -দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। গত (২১ আগষ্ট,২০২০ ইং) বিকালে ও রাত ১১ টায় লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুতাবাদী পাড়ায় এ ঘটনা ঘটে।। অভিযোগসূত্রে জানা যায়, লামার ৩৫ বছরের ভোগদখলীয় ফাইতং ইউনিয়ন সুাবাদী ৫ নং ওয়ার্ড এ অবৈধ ভাবে জমি জবর -দখলের চেষ্টায় ভুক্তভোগী ডাঃ মোঃ বেলাল উদ্দিন, পিতা মোঃ তালেব আলি সাং ৭ নং ফাইতং ৫ নং ওয়ার্ড। ১৯৮২/৮৩ ইং বন্দবস্তি মুলে R – ২২৩১ বন্দে দুই চৌহদ্দি( ৫) একর ৩য় শ্রেনীর জমি জমাবন্দি ও রেকর্ড ভুক্ত আছে।
মোঃ মন্জুর হোসেন সার্ভেয়ার ২১/৫/১২ ইং প্রতিবেদন ও টেচ ম্যাপ প্রদান করেন। উপজেলা লামা ভুমি অফিস বান্দরবান পার্বত্য জেলা। যার জমাবন্দি – খতিয়ান নং ৭৬১ কবিলইত ফরম ৫২৭৮ / ১৯৮২/৮৩ ইং যার খাজনা ২০২০ ইং পর্যন্ত উপজেলা লামা ভুমি অফিস এ দেওয়া আছে। প্রায় ৩৫ বছর ধরে দাতা বেলাল উদ্দিন জমিতে ভোগ দখলে আছে এবং বর্তমান জমিটিতে বেলজিয়াম চারা রোপন করা আছে। স্ব – স্ব সাক্ষী প্রমান পাওয়া যায় যে এটা দাতা র জমি বলে জানি ও নিজে খমার ঘর বাগান, বাগিচা চারা ইত্যাদি রোপন করে বিক্রি করিয়া আসছেন। বাদি সমস্যা সমাধানের জন্য বিঙ্গ আদালত লামা পিটিশন ১৪৪ ধারা মামলা দায়ের করেন।
আদালত আদেশ ক্রমে ১৮/৮/২০ ইং মোং শফিকুল ইসলাম এ,এস,আই নিরস্ত্র লামা থানা বান্দরবান জেলা মোতাবেক উভয় কে নোটিশ জারি করেন। এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বজায় রাখতে বলেন। বিবাদিনীগণ আইন অমান্য করে বলে ৯ জনের নামে লামা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মহোদয় এর নিকট দাতার ওয়ারিশ শুত্রে এম রুহুল আমিন রাজু বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বর্তমান এ,এস,আই নিব্ধন চাকমা তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
#CBALO/আপন ইসলাম