সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আলোচিত রিয়াজ হত্যা মামলার সুষ্ঠ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আলোচিত দলিল লেখক রেজাউল করিম রিয়াজ হত্যা মামলার সুষ্ঠ তদন্তসহ নিহতের দ্বিতীয় স্ত্রী আমিনা আক্তার লিজার পরকিয়া প্রেমিক ও হত্যা মামলার সন্দেহভাজন অন্যতম পলাতক আসামি মাসুম হোসেন দফাদারকে দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যলয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলোচিত এ হত্যা মামলার বাদি নিহতের বড় ভাই মনিরুল ইসলাম রিপন। এসময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম রিপন বলেন, রিয়াজের স্ত্রী আমিনা আক্তার লিজার আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে দেয়া স্বীকারোক্তিতে হত্যাকারী তার পরকিয়া প্রেমিক মাসুম হোসেন দফাদারকে ঘটনার দেড় বছর পরেও পুলিশ গ্রেফতার করতে পারেনি।অপরদিকে বর্তমান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর সগির হোসেন কয়েকদিন আগে তিন ছিচকে মোবাইল চোরকে আটক করে আদালতে হাজির করলে তিনজনই রিয়াজ খুনের দায় শিকার করে জবানবন্দি দিয়েছেন। আদালতে ওই তিন চোরদের দেয়া জবানবন্দি তিন রকমের। যা কারো কথার সাথে কারো কোন মিল নেই। পুরো ঘটনাটি সাজানো ও রহস্যজনক বলে মনে হচ্ছে, সেই সাথে হত্যা মামলাটি ভিন্নখাতে নেয়ার পায়তারা চলছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

মনিরুল ইসলাম রিপন আরও বলেন, ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজাউল করিম আমার মামা আব্দুল হাই মন্টু ও আমার ভাগ্নে আসিফ হাওলাদারকে ফোন করে ডিবি অফিসে ডেকে নিয়ে আমিনা আক্তার লিজার মালপত্র বুঝিয়ে দেয়াসহ কারাগারে থাকাকালীন জন্মগ্রহন করা লিজার কন্যা সন্তানের ভরন পোষন দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করেন।

তিনি বলেন, আমার ভাই রেজাউল করিম রিয়াজ প্রথম স্ত্রীর সাথে ১০ বছরের সংসার জীবনে তাদের কোন সন্তান ছিলোনা। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী লিজার সাথে চারবছরের সংসার জীবনেও তাদের কোন সন্তান ছিলোনা। তাই আমরা মনে করি কারাগারে জন্মগ্রহণ করা কন্যা সন্তান আমার ভাইয়ের নয়। তাই ডিএনএ পরীক্ষার মাধ্যমে সন্তানের প্রকৃত পরিচয় উদ্ঘাটনেরও দাবি করছি।

বাদী মনিরুল ইসলাম রিপন বলেন, আমিনা আক্তার লিজা সদ্য জন্মগ্রহণ করা সন্তানের দোহাই দিয়ে আটমাস পূর্বে আদালত থেকে জামিন নেয়ার পর কোনদিন বলেনি যে পুলিশ নির্যাতন করে ১৬৪ ধারা জবানবন্দি আদায় করেছিলো। হঠাৎ করে ডিবি পুলিশের বর্তমান তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তিন ছিচকে মোবাইল চোর আটকের পরপরই লিজা বলেন পুলিশ তাকে নির্যাতন করে জবানবন্দি আদায় করেছে।

অপরদিকে লিজা জামিনে বের হয়ে বাদি ও তার পরিবারকে বিভিন্ন রকম হুমকি অব্যাহত রাখায় তারা এখন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলেও দাবি করা হয়। এমনকি কয়েকদিন পূর্বে বাদির ভাগ্নে আসিফ হাওলাদারের ওপর লিজার ভাই ইমন মারধরও করেছে।সংবাদ সম্মেলনে আলোচিত এ হত্যা মামলার বাদি মনিরুল ইসলামের ছোট ভাই মঞ্জুরুল ইসলাম রুবেল, খালাতো ভাই শাখাওয়াত সিকদার, সিদ্দিকুর রহমান, ভাগ্নে আসিফ হাওলাদার ও বাদির স্ত্রী রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ এপ্রিল মধ্যরাতে দলিল লেখক রেজাউল করিম রিয়াজ ও তার স্ত্রী লিজার নিজ ঘরের শয়ন কক্ষে রিয়াজকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়। কোতোয়ালী পুলিশ পরদিন রিয়াজের মরদেহ উদ্ধারসহ লিজাকে গ্রেফতার করে। রিয়াজ হত্যার পর থেকে লিজার পরকিয়া প্রেমিক মাসুম পলাতক রয়েছে।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।