মোঃ দুলাল হক, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
বাংলাদেশ শিক্ষাথী ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলা কমিটির উপদেষ্টা ও স্থানীয় সাংবাদিক জয় মহন্ত অলকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ থানায় দায়েরকৃত দু’টি মিথ্যা মামলা তদন্ত করে প্রত্যাহারের দাবিতে ৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে রুহিয়া চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন।বাংলাদেশ শিক্ষর্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি টিংকু রায়, সাংগঠনিক সম্পাদক রিংকু রায়,বাংলাদেশ শিক্ষর্থী ঐক্য পরিষদ রুহিয়া থানা শাখার আহ্বায়ক স্মৃতি আক্তার, যুগ্ন আহবায়ক বকুল ইসলাম,থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হালিমা খাতুন,
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রুহিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক হেলাল,যুগ্ন আহবায়ক জাহিদ, ও স্থানীয় সাধারণ মানুষেরা। সাংবাদিক জয় মহন্তের নামে দায়েরকৃত দুটি মিথ্যা মামলা দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যাহার, মামলার বাদী ও সহযোগিতাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জয় মহন্তের পরিবারকে নিরাপত্তা দাবি জানান।
#CBALO/আপন ইসলাম