মো. আমজাদ হোসেন রতন নিজস্ব প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা মো.ওমর আলীর সন্তান দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। সোমবার সকালে নাগরপুর প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি মো. সুজায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, সাবেক ডেপুটি কমান্ডার এম এ মতিন সামি, বীর মুক্তিযোদ্ধা নীরন্দ্র কুমার পোদ্দার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নাগরপুর শাখার সভাপতি মো. আজিজুল হক বাবু প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, দূর্বৃত্তরা বীর মুক্তিযোদ্ধা মো.ওমর আলী ও তার সন্তান দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে পরিকল্পিত ভাবে হত্যার চেষ্টা করে। আমরা দ্রুত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করে।
উল্লেখ্যঃ গত বুধবার (২ সেপ্টেবর) দিবাগত রাতে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙ্গে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দূর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
#CBALO/আপন ইসলাম