সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে চব্বিশ ঘন্টায় ঘাতক করোনা কেড়ে নিলো তিনটি প্রান 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট:
সিলেটে ২৪ ঘণ্টায় মহামারি করোনা কেড়ে নিলো তিনটি প্রান। প্রানঘাতি ভাইরাসটির ছোবলে সিলেট জেলায় দুইজন এবং সুনামগঞ্জের একজনের মৃত্যু হয়েছে।
সিলেটে করোনা কেড়ে নিলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর সিদ্দিক, সিলেট জেলা আইনজীবি সমিতির জ্যেষ্ঠ সদস্য শুভঙ্কর দাস চন্দন ও সুনামগঞ্জ জেলার একজনের প্রান।
করোনায় মৃত্যুবরনকারী এই তিনজন নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯৫। এর মধ্যে সিলেট জেলায় ১৪২, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারে ২০ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৩২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬০২০, সুনামগঞ্জে ২১৩২, হবিগঞ্জে ১৬০৯ ও মৌলভীবাজার জেলায় ১৫৬২ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি আছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৭৫, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ১৫ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে সিলেটে ২৩, সুনাগঞ্জে ১৭, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ১৯ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৩২৫ জন। এর মধ্যে সিলেটে ৪২৮৯ সুনামগঞ্জে ১৭৮৮, হবিগঞ্জে ১০৫৬ ও মৌলভীবাজারে ১১৯২ জন।
#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।