শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সালমান শাহ এর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

এম এস শবনম শাহীন:

আজ ৬ই সেপ্টেম্বর, অকাল প্রয়াত নায়ক সালমান শাহের ২৪তম মৃত্যু বার্ষিকী! মহানায়ক সালমান শাহ এর আত্মার মাগফিরাত কামনা করছি, সেই সাথে তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সালমান সম্পর্কে সংগৃহীত কিছু তথ্য:– পুরো নাম : চৌধুরী সালমান শাহরিয়ার ইমন। বাবা: কমর উদ্দীন চৌধুরী। মা: নীলা চৌধুরী ভাই-বোন : ২ ভাই। সালমান শাহ আর শাহরান। স্ত্রী : ১৯৯২ সালের ১২ আগষ্ট ভালবেসে বিয়ে করেন সামিরা কে। জন্ম : রবিবার, ১৯ সেপ্টেম্বর , ১৯৭১। জন্মস্থান : সিলেটের জকিগঞ্জে। দাদার বাড়ি : সিলেট শহরের শেখ ঘাটে। নানার বাড়ি: সিলেটের দড়িয়া পাড়ায়। বর্তমানে বাড়ির নাম : ” সালমান শাহ হাউজ “। রাশি : বৃশ্চিক উচ্চতা : ৫ ফুট ৬ ইঞ্চি অভিনীত ছবির সংখ্যা : ৪ বছরে অভিনীত ছবির সংখ্যা ২৭ টি। প্রথম ছবি : সোহানুর রহমান সোহান পরিচালিত ” কেয়ামত থেকে কেয়ামত “। ছবি মুক্তি : ১৯৯৩ সালের ২৫ মার্চ প্রথম নায়িকা : মৌসুমী সফল জুটি : সালমান শাহ-শাবনূর। সবচেয়ে বেশি ছবি : শাবনূরের সাথে।(১৪ টি ) বিজ্ঞাপন : কোকাকোলা, মিল্কভিটা, জাগুরার কেডস, ফানটা। নাটক : সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, পাথর সময়, স্বপ্নের পৃথিবী শেষ ছবি : বুকের ভিতর আগুন শেষ ছবি মুক্তি : ১৯৯৭ সালের ৫ই সেপ্টেম্বর। যে বাসায় থাকতেন : নিউ ইস্কাটন রোডের, ইস্কাটন প্লাজার B এর ১১ ফ্লাটে।

 

মারা যান : শুক্রবার ৬ সেপ্টেম্বর, ১৯৯৬ যে হাসপাতালে নেয়া হয় : সালমান শাহ কে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখা যায়।গলার রশি কেটে তাকে প্রথমে ” হলি ফ্যামিলি হসপিটালে ” নেয়া হয়। সেখানকার ডাক্তাররা ট্রিটমেন্ট করতে অপারগতা প্রকাশ করায় পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়।সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন। কবর : সিলেটের পূন্য ভূমিতে হযরত শাহজালাল (রহ: ) এর মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন চিরসবুজ নায়ক সালমান শাহ। ভক্তদের আত্মহত্যা : সালমানশাহর মৃত্যু শোক সহ্য করতে না পেরে বেশ কয়েক জন নারী ভক্ত আত্মহত্যা করেন। তদন্ত রিপোর্ট: সালমানের মৃত্যুর তদন্ত রিপোর্ট আজ ও রহস্য জনক কারনে প্রকাশিত হয়নি। স্মৃতিস্তম্ভ : যে মানুষ সিনেমা কে এতো কিছু দিলো তার জন্য বলতে গেলে কিছুই করেনি এফডিসি।স্মৃতিস্তম্ভ তো দূরে থাক।

 

তাতে কি সালমানশাহ আছে প্রতিটি সিনেমা প্রেমীর অন্তরে।সেখান থেকে তাকে সড়ায় সাধ্য কার?  বর্তমান অবস্থা : সালমান শাহর ছোট ভাই বর্তমানে ইংল্যান্ড থাকেন।মা নীলা চৌধুরী সেখানেই বেশির ভাগ সময় থাকেন। মাঝে মাঝে বাংলাদেশে আসেন।বাকি সময়টুকু ঘর তালাবদ্ধ থাকে।তালাবদ্ধ ঘরটি যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেন বলছে ” কে তুমি উতসুক পথিক? থমকে দাঁড়াও! চোখ ভরে দেখে নাও এখানেই জন্মেছিলেন বাংলার চিরসবুজ নায়ক সালমান শাহ।”

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।