শুক্রবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বেনাপোলে ১১ টি পিস্তল ও মাদক সহ তিন জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

শোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে ভারত থেকে পাচার করে আনার সময় ১১টি পিস্তল, ২২টি ম্যাগাজিন, ৫০ পিছ গুলি ও ১৪ কেজি গাঁজাসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে । শুক্রবার দিবাগত রাত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ২নং ঘিবা গ্রামের মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে এসব অস্ত্র ও গাঁজা সহ ৩ জনকে আটক করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার সরবানহুদার সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪) ও সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও ঘিবা গ্রামের এজুবার এর ছেলে সাজজুল (৩০)।

 

নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, চোরাকারবারীরা ভারত থেকে গভীর রাত্রে অস্ত্র গুলি ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে ৩ জন চোরাচালানিকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১১ টি ভারতীয় পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি লে. কর্ণেল সেলিম রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় ভারত এর ভিড়া গ্রামের চোরাকারবারি কোরবান আলী ও লাল্টু মিয়ার নিকট থেকে সংগ্রহ করে তারা নিয়ে আসে।

 

এ অস্ত্র বাংলাদেশের বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের মাদক ব্যবসায়ী বাদশাহ মল্লিকের কাছে হস্তান্তর করার জন্য নিয়ে আসে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মুল্য ১২ লাখ ১৮ হাজার টাকা বলে তিনি জানান। আটককৃত আসামিদের মাদক ও অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।