মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরের চৌগাছায় ৩০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ৷ আটক যুবক জিফাত হোসেন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে উপজেলা শহরের চৌগাছা কামিল মাদরাসা সড়কে মুরগিহাটায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামিল মাদরাসা সড়কের মুরগিহাটায় অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগের মধ্যে ৩০ ব্যাগ ফেনসিডিলসহ মাদক বিক্রেতা জিফাতকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা নথিভুক্ত শেষে তাকে আদালতে পাঠানো হবে।
#CBALO/আপন ইসলাম