রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত জাহাঙ্গীর সেরনিয়াবাত মাখন এর ১৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষে আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ রত্নপুর ইউনিয়নের সকল মসজিদে প্রয়াত মাখন সেরনিয়াবাতের ১৫ তম মৃত্যু বার্ক্ষিকী( ৩ সেপ্টেম্বর) উপলক্ষে রুহের মাগফেরাত কামনায় রত্নপুর ইউনিয়নের একাধীক মসজিদে ও তার নিজ বাড়িতে দিনব্যাপি কোরান তেলায়েতসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদে ও শুক্রবার রত্নপুর ইউনিয়নের বারপাইকা বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ, বরিয়ালী জামে মসজিদ ,মধ্য বরিয়ালী জামে মসজিদ, বরিয়ালী দরজা খোলা জামে মসজিদ, হাওলাদার বাড়ী জামে মসজিদ, বারহাজার জামিউল আকবার দাখিল মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজি,বেলুহার ভূইয়া বাড়ি জামে মসজিদ , শরিফ বাড়ি জামে মসজিদ ,মিরা বাড়ি জামে মসজিদ ,কাজী বাড়ী জামে মসজিদ,মোহন কাঠি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, পূর্ব মোল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ,সাহেবেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, বারহাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মোহনকাঠি মৄধা বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ,সুন্দর গাও কেন্দ্রীয় জামে মসজিদ,পূর্ব সুন্দর গাও কেন্দ্রীয় জামে মসজিদ , থানেশ্বর কাঠি জামে মসজিদ,, দক্ষিণ সুন্দর গাও জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ফরহাদ তালুকদার,মোঃ রেমন ভুইয়া,
মোঃ হালিম শাহ মোঃ নন্না শরিফ, রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সৈয়দ আশ্রাফ আলী,কৃষক লীগ নেতা মোঃ ফারুক ভুইয়া, সাহেবের হাট বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান শাহাজাদা,রত্নপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির তালুকদার, সাধারন সম্পাদক আবু সাঈদ নুর উদ্দিন, ওযার্ড আওয়ামী লীগ নেতামোঃ জাফর শাহ, মোঃ ইলিয়াস সেরনিয়াবাত, মোঃ নুর ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম অপু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ আরিফুর রহমান সোহাগ, আরো উপস্থিত ছিলেন মরহুম আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান মাখনের ছেলে মোঃ মেহেদী হাসান রতন ও মোঃ মনিরুল ইসলাম মানিক সেরনিয়াবাত। প্রয়াত জাহাঙ্গীর সেরনিয়াবাত মাখন রত্নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও একাধীকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
#CBALO/আপন ইসলাম