শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুজিব তুমি মিশে আছ –  প্রফেসর আবদুস সত্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৫ মে, ২০২০

মুজিব তুমি মিশে আছ বাংলার জল,রবি, শশির মাঝে প্রতিটি ধুলিকনা কাদা মাটি বালুকা রাশির মাঝে ভোরের স্নিগ্ধ রবির আলোর দ্যুতির ঝল সানিতে শিশির বাড়িতে অবগাহিত দুর্বাদলের মুক্তার ঝকঝকানিতে বাংলার পাখির কলকাকলিতে ভ্রমর মৌমাছির গুঞ্জরনে সাঁজের বেলা সন্দ্যা তারার মিটমিটে আলোতে কৃষকের ফসলের সবুজ শ্যামল মাঠে বাতাসের ঢেউয়ের দোলাতে পাকা ফসলের সোনালী রংএর আনন্দ উল্লাসেতে বাংলার বার মাসী গানে মারফতী মুর্শিদী জাটী সারী, বাউল গানের টানেতে মএজিব তুমি আছ শহীদ মিনারে জাতীয় স্মৃতি সৌধে লাল সবুজের পতাকায় বাংলার মানচিত্র পটে, মুজিব তুমি আছ বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে নয়নে নয়নে প্রানে প্রানে মহামিলনের টানেতে।

মুজিব মরনি, তুমি বেচে আছ বেচে রবে বাংলার জমিনে, শ্লোগানে শ্লোগানে জনতার মিছিলে,সোডাইন, সোভা যাত্রাতে, রায়ের বাজার, বদ্ধ ভূমিতে শহীদ বুদ্ধি জীবি সৌধে। রমনার রেসকোর্সে সেই জনসমুদ্রের অগ্নিময় ভাষ্যে বাংলার স্বাধীনতার সংগ্রামে দেশাত্মবোধক গানেগানে কবিতা,প্রবন্দে উপন্যাসে, নটকে, কিংবা চলচিত্রের পর্দাতে।সনীল গগনে মধু পূর্নিমার জোছনা ভরা শশির রুপেতে বাংলার স্নেহাতুর মায়া ভরা মায়ের কোলেতে। তুমি আছ গ্রীষ্মের মলয় মৃদু সমীরনে বর্ষার প্লাবিত বাংলার প্রকৃত অঙ্গনে, শরতের শুভ্র ডানাকাটা মেঘের আড়ালে।

কাশফুলে সজ্জিতা তটিনীর বাকে বাকে,হেমন্তের নবান্নের উৎসবে,কুলবধুর রাঙা ঠোটের হাসিতে শীতের রসের পিঠা পুলি,রোদের মিষ্টি আলোতে। কদম শাখে বসন্তের কোকিলের কুহু কুহু ধ্বনিতে, দোয়েল, পিকের কলতানে মুখরিত নবারুন প্রভায় উদ্দীপ্ত কুশুম কাননে। তুমি আছ আজীবন বাংলার লালিত স্বপনে, বছর পেড়িয়ে, যুগ কাল মাহা কালের যাত্রায় তোমার জয়গানে।

কবি প্রফেসর আবদুস সত্তার

সহকারী অধ্যাপক বাজারগোনা ডিগ্রী কলেজ, পটুয়াখালী,01779721394।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।