সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শুভ জন্মদিন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, জন্মদিনে মাশরাফীর শখের ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে হাসপাতাল নির্মাণের ঘোষণা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

আব্দুল্লাহ ফছিয়ার নড়াইল থেকে:

২০১৭ সালের ৪ সেপ্টেম্বর রান ফর নড়াইল,এর মাধ্যমে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর যাত্রা শুরু, সেই থেকে আর পিছনে ফিরে তাকায় নি” মাশরাফী বিন মুর্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, এক ঝাঁক তরুণ-তরুণী নিয়ে গঠিত হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক নড়াইল ২ আসনের এমপি মাশরাফীর স্বপ্নের নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নড়াইলেকে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে সংগঠনটি তিনটি বছর অতিবাহিত করিয়াছে, সৃষ্টিলগ্ন থেকে নড়াইলকে আইকনিক এমপি মাশরাফী বিন মুর্তজার স্বপ্নের নড়াইল গড়ে তোলার সারথী হিসেবে কাজ করে যাচ্ছে সংগঠনটি নড়াইলের কল্যাণে তথা নড়াইলের মানুষের কল্যাণে এগিয়ে চলা সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, স্বার্থক হোক।

 

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯:৩০ ঘটিকায় আলোচনা শুরু হয়, নড়াইলের মহিষখোলায় অবস্থিত শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিস হাসপাতালে একটি ছোট আয়োজন ও নড়াইল বাসীর জন্য বিশেষ সুখবর ঘোষণা করেন। মাশরাফী বিন মোর্ত্তজার ব্রেসলেট নিলামের অর্থ দিয়ে ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিস ও থায়রো কেয়ার সেন্টারে কেক কাটা, আলোচনা সভা এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এসময় ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতালের ঘোষণা দেওয়া হয়। আলোচনা সভায় ঘোষণা দেওয়া হয় মাশরাফী বিন মোর্ত্তজার তার ব্যবহৃত ব্রেসলেট নিলামের ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার কর্মহীন হয়ে পড়া খেলোয়াড় এবং করোনা ভাইরাস প্রতিরোধে খরচ হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লাখ টাকা এবং নড়াইলের কয়েক ব্যক্তি ও সংগঠনের আর্থিক সহায়তায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে, যেখানে ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা দেওয়া হবে। হাসপাতালটি সরকারি অনুমোদনের অপক্ষোয় রয়েছে। অনুমোদন পেলেই এটি নির্মাণের কাজ শুরু হবে।

মাশরাফী বিন মোর্ত্তজার ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন” শুরু থেকেই নড়াইল জেলার প্রত্যন্ত অঞ্চলে বাড়িতে বাড়িতে ফ্রি ও স্বল্প খরচে স্বাস্থ্য সেবা প্রদান, ডেঙ্গু ও করোনা মহামারি প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ড, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার উন্নয়নে উচ্চ প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, স্পেকটা হেক্স্রা গ্রুপের চেয়ারম্যান মোঃ আকরামুজ্জামানু, স্পেকটা হেক্স্রা গ্রুপের পরিচালক মোঃ আহসানুজ্জামান, আব্দুল মুকিত লাভলু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা এ্যাডভোকেট রেজাউল খবির রাজু, হোসাইন আহম্মেদ সোহান প্রমুখ।

#CBALO/আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।