শাহিনুর ইসলাম নিজস্ব প্রতিবেদক:
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নবৃত্ত’র জয়পুরহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, ক্ষেতলাল উপজেলা সিএ এস এম শওকত, বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী রানা চোধুরী সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সংগঠনটি (ফলজ, বনজ ও ঔষধি) বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা উপহার দিয়ে সহায়তা করেন। এ সময় সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম