জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে রুবেল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রুবেল হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের উত্তর সোনামতি গ্রামের সাইফুল ইসলামের। নিহতের বাবা সাইফুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত্রে সে নিঁেখাজ হয়।
অনেক খোঁজাখুঁজির পর বৃহস্প্রতিবার ভোর ৬টার দিকে তাদের ক্রয় করা একটি পরিত্যক্ত বাসায় তার লাশ উদ্ধার করা হয়। রুবেলের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। হরিপুর থানার ভারপ্রাপ্ত (দায়িত্বপ্রাপ্ত) সবুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আত্মহত্যার বিষয়ে হরিপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম