সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান শুকুর (৩০)কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা।
সিরাজগঞ্জে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান শুকুর (৩০)কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে রেলওয়ে কলোনীর মার্কাস মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুকুর ওই এলাকার আলী আহমেদ মুন্সীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মার্কাস মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামী শুকুরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইলসেট ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।