রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১মে মঙ্গলবার বিকেলে ঝালকাঠি ব্রাকমোড় জামে মসজিদে বিএনপির প্রবীন নেতা মরহুম রুস্তম আলী চাষী ও বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট সৈয়দ হোসেন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়সাল খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়ার অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মরহুম রুস্তম আলী চাষীর জন্য দোয়া করা হয়। সহস্রাধিক লোকের উপস্থিতি দোয়ার স্থান কানায় পূর্ণ হয়ে যায়। বিগত কয়েক বছরে বিএনপি’র কোন প্রোগ্রামে এত লোকের উপস্থিতি পরিলক্ষিত হয়নি।