শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

১০ বছর পর নির্বাচন ধামইরহাট পৌরসভায় ; দোয়া প্রার্থী শাহানাজ পারভীন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

শাহিনুর ইসলাম নিজস্ব প্রতিনিধি:

আসন্ন পৌরসভা নিবাচন কে সামনে রেখে ধামইরহাট পৌরসভার নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছে ইতিমধ্যেই৷ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনকে সামনে রেখে এলাকার মানুষের সাথে বিভিন্ন আলাপ-আলোচনা বিরাজ করতেছে। ২০০৪ সালে নওগাঁ ধামরহাট পৌরসভা গঠনের পর ২০০৬ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর থেকে বিভিন্ন ইস্যুর কারণ আর নিরবাচন হয়ে উঠেনি৷

 

তাই বিগত প্রায় ১৪ বছর হতে এ পৌরসভায় নির্বাচন নেই, তাই ভোটারদের মধ্যে এক প্রবল আমেজ উদ্দীপনা সৃষ্টি হয়েছে৷ ইতিমধ্যে প্রার্থীগণ যে যার মত মাঠ গোছানোর প্রচেষ্টায় নেমে পড়েছে৷ তারই ধারাবাহিকতায় অত্র পৌরসভার নির্বাচনে সংরক্ষিত আসন ৪, ৫, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর (মহিলা কমিশনার) পদপ্রার্থী পদে মোছাঃ শাহানাজ পারভীন নির্বাচনে অংশগ্রহণের জন্য মাঠ পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে৷

 

দোয়া প্রার্থী হিসেবে এলাকার মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন লিফলেট এর মাধ্যমে প্রচারণার প্রথম ধাপে কাজ শুরু করে দিয়েছে৷ তবে এখনো তফসিল ঘোষণা হয়নি, জানাযায়, নভেম্বর ডিসেম্বরের এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা বিরাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।