জিয়াউল হক জিয়,কক্সবাজার,জেলাপ্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারুয়াখালী শাখা অংঙ্গ সংগঠন নিয়ে ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহাফিল পালন করেছে। এখানে শুরুতে মিজানের কোরান তেলোয়াত মাধ্যমে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার দুপুর ৩:০০ টার দিকে ভারুয়াখালী বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ভারুয়াখালী বাজার সংল্গন অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্টানটি অনুষ্ঠিত হয়।
এ সময় ভারুয়াখালী বিএনপির আহ্বায়ক মাস্টার গোলাম কাদের সভাপতিত্বে , যুগ্ন আহ্বায় এডঃ আরিফ ও রহিম সিকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারুয়াখালী বিএনপির সদস্য সচিব হাজী দিল মোহাম্মদ। প্রধান বক্ততার বক্তব্য রাখেন সদর কৃষক দলের সভাপতি মোসলেম উদ্দিন এমইউপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারুয়াখালী বিএনপির যুগ্ন আহ্বায়ক কামাল উদ্দিন, সাইফুল ইসলাম মেম্বার,আবু মোসলিম,সিরাজুল হক ,বিশেষ অতিথি হিসাবে যুবদল থেকে বক্তব্য রাখেন জসিম উদ্দিন,গোলাম রহমান,জমির উদ্দিন সরকার,মোস্তফা,ইমরান,জিয়া,ইকবা ল, ছাত্রদল থেকে সাখাওয়াত,রফিক,মোরশেদ,মিজান সহ ইউনিয়নের প্রমূখ ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,সহ প্রমুখ। সর্বশেষে সকলেই ফটোসেশনে যোগদান করেন।