আপোনি আপোনি যদি না আগে বাদোকের-চিতে রে বংশী-বাজে!
চারিদিক-মাতিয়ে
মনটারে নাচিয়ে
কেহ কি পারে রে?
তুলিতে সুর বেণু-মাঝে।।
মনের-শিল্পী যদি না আগে
মনের-ভেতরে গান গায়!
কেহ কি পারে রে?
সুরে সুরে গাহিতে তায়।
শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মনের-শিল্পী – ফুহাদ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০