আমার সকল অস্তিত্ব জুরে আছ তুমি শেখ হাসিনা তোমার মতো সফল মানুষ বিশ্ব ভ্রমান্ডে দেখিনা -কোন কিছুতেই হারনী তুমি পরাজয় কারে কয় জাননা, সত্য কথা বলতে তুমি জীবনের পরোয়া করনা,আমার মতো দীনহীনে কেমনে তোমার প্রশংসা করে -আজীবন লিখলেও ফুরাবেনা জানি মৃত্যু যখন আসবে দারে, বাংলার গৌরব বাংলার গরব শেখ হাসিনা তুমি, তোমার পরশে ধন্য হলো সোনার বাংলা ভূমি -জাতির পিতার কন্যা তুমি, তার মতই তুমি হয়েছ। বাংলাদেশের মানুষকে তুমি অনেক কিছুই দিয়েছ, মানুষের প্রানে আছে আনন্দ আছে অবারিত সুখ। না খেয়েও পেট ভরে যায় -দেখলে তোমার মুখ। মানুষের মুখে তুমি ফুটায়েছ -অভাব গিয়েছে দুরে। নামাজ অন্তে সবে দোয়া করে খোদা পাকের দরবারে। আমার কবিতায় আছ তুমি -আছ আমার গানে। হিয়ায় হিয়ায় হৃদয় তারে প্রানের গহীন কোনে। আমি অধম সাগর পারের এক অভাগা কবি, কাছে থেকে দেখিনি -দেখেছি শুধু দেয়ালে তোমার ছবি। লিখব আমি তোমায় নিয়ে কবিতার ছন্দমালা। মনপোড়ে না লিখলে লিখে জুরাই মনের জ্বালা, দোয়া কর বিধাতা যেন বাড়ায় আমার আয়ু লিখবো কেমনে যায় যদি চলে আমার প্রান বায়ু…

শনিবার , ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
তুমি আছ সকল অস্তিত্বে – কবি প্রফেসর আব্দুল ছত্তার হাওলাদার
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০