শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বমু বিলছড়িতে বন্যহাতির তাণ্ডবে ৪২ একর কাঁচা ধানচাষ, কলা, বাঁশ বাগান ও ফসসের ক্ষয়ক্ষতি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

মোঃ নাজমুল হুদা, লামা (বান্দরবান)প্রতিনিধিঃ

লামার পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের (২৮,২৯ আগষ্ট) এ রাতে পুনরায় ৪,৬ ও ৭ ওয়ার্ডে বন্যহাতির তাণ্ডবে, উঠতি আমন ও আউস ধানের ক্ষেত, কলা, বাঁশ বাগান, সমতলে ৩০ থেকে ৪২ একর কাঁচা ধানক্ষেত সহ ৪ টি বসতবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (৩১ আগষ্ট,২০২০ ইং,) সকালে খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ৭ নং ওয়ার্ডের (পুকুরিয়া খোলা)শেখ তোফায়েল উদ্দীনের বাঁশ ও ফসল ২একর,আব্দুল জলিলের বাঁশ ও ফসল ২ একর,আলী হোসেনের ২কানি ধানের ক্ষেত, আলী হোসেনের ধান ২ কানি, মনছুর উদ্দীনের (৬) ২ একর ধান ক্ষেত,আনোয়ার হোসেনের ৩ কানি ধান, রহমত আলী ৩ কানি,আবু সৈয়দ ২কানি,ছাদেক উল্লাহ ২ একর,নজরুল ইসলাম ২ একর,লুৎফুর রহমান ২ কানি,আব্দুর রহিম (পুতু) ২ কানি,রফিক আহমদ ২ একর,আইয়ুব মিয়া ৩ কানি, ৬ নং ওয়ার্ডের (বমুরকুল পূর্বাংশ ফকিরঝিরি)মোঃ ইউনুছ বসত বাড়ি ও পাকা ধান ,শাহ আলম বসত বাড়ি ও ধান ক্ষেত ২ কানি,মোঃ আলম ৩ কানি,

 

মৌলানা জমির উদ্দীন ২কানি,কলিমুল্লাহ কলা বাগান ও বাদাম ২ একর, আবুল কালাম ধান ২ কানি,নুরুল আমিন ২ কানি, ৪ ওয়ার্ডের (পাসিস্যাবিল) মোঃ মোবারকের ২ একর কলা বাগান, মোঃ বেলালের ২ কানি ফসল ক্ষেত, ৭ নং ওয়ার্ডের নেজাম উদ্দীন ২ কানি,রহিম ৩ কানি, ওসমান ২ কানি,মনিরুল ইসলাম ২ কানি,শাহ আলম ৪ কানি,শহিদুল্লাহ ২ কানি,নাছির ৪ কানি, মোঃ মিজান ২ কানি,ডাঃ ইসমাইল বসতঘর ও ধান,আব্দুলু ৩ কানি ধানচাষ,রিয়াজ উদ্দীন ২ কানি,বদিউর রহমান ২ কানি,মোঃ ইসলাম ৪ কানি,আব্দুর রহিম ৩ কানি,রুহুল আমিন ৪ কানি,ফোরকান ২ কানি, হাবিবুল্লাহ ২ একর,আব্বাস ২ কানি,আহমদ কবির ৩ কানি,আবুল হোসেন বাদশা ২ কানি,আহমদু ২ কানি,খালেদা বেগম ৩কানি,তাহের ৩কানি, মোজাম্মেল ২ কানি, গোলাম কাদের ২কানি, মোঃ শফি ৪ কানি ধানক্ষেত এবং বর্ণিত ৩টি ওয়ার্ডের সহ ওই এলাকার আরো বেশ কয়েকজনের ধান ক্ষেত নষ্ট করেছে বন্যহাতির পালটি।

 

হাতের পালটি ওই এলাকার আশেপাশে অবস্থান করছে বলে যানা যায়। স্থানীয় ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম জানান, বন্যহাতির তান্ডবে আমাদের গ্রামের অতিদরিদ্র্য বর্গাচাষী ধানচাষ ও ফসলের অনেক ক্ষতিসাধান করেছে। এই সময় ক্ষতিগ্রস্তরা কান্না জড়িত কন্ঠে বলেন, আমাদের মত প্রান্তিক কৃষকের পরিবারের এবারের শেষ সম্বল ছিল ধানচাষ। এই সময় হঠাৎ করে বন্যহাতির পাল এসে আমাদের বসতবাড়ি কাঁচা ধানচাষ ক্ষেত নষ্ট করে ফেলেছে একমাত্র আয় এর উৎস নষ্ট হয়ে গেছে, সারা বছর কিভাবে চলব? ছেলে-মেয়ের পড়াশোনার খরচ কিভাবে দিব। এভাবে ক্ষতির বর্ণনা দিচ্ছিলেন ক্ষতিগ্রস্তরা। লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়ছার বলেন, বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত হলে বন বিভাগ কর্তৃক ক্ষতিপূরণ দেয়া হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী সহায়তা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।