মোঃ আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৭টার দিকে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে পৌর আওয়ামীলীগ ভাঙ্গুড়া শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো: মকবুল হোসেন। অবশ্য তিনি রাষ্ট্রীয় কাজে ঢাকায় ব্যস্ততা থাকার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র গোলাম হাসনাইন রাসেলের সঞ্চালনায় ও সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুক রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা চেয়ারম্যান জননেতা আলহাজ মোঃ বাকি বিল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি,মোঃ গোলাম রসুল পান্ডু ।
প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র আব্দুর রহমান প্রধান,বিশেষ বক্তার বক্তব্য দেন যুগ্ন সম্পাদক মো: রমজান আলী খান,যুগ্ন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: আসলাম আলী,সাংগঠনিক সম্পাদক মো: আজাদ খান,জেলা পরিষদ সদস্য গুলশাহানারা পারভিন লিপি,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ ,সাধারণ সম্পাদক,সাজ্জাদুর রহমান তারেক, পৌর ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন খানসহ প্রমুখ।
বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার,জাতীয় চার নেতা,২১ আগস্ট গ্রেনেড হামলা সবই একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের অনেকেরই ফাঁসি হয়েছে। তবে এখনো সাজাপ্রাপ্ত আসামী যারা বিদেশে পালিয়ে রয়েছে তাদের দেশে ফিরেয়ে এনে রায় কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করা হোক। এর আগে অনুষ্ঠানে শোক প্রস্তাব পাঠ করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র গোলাম হাসনাইন রাসেল এবং ১৫ আগস্টে শাহাদত বরণকারীদের শান্তিকামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়।
সবশেষে ১৫ আগস্টের বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শাহাদত বরণকারি সকল সদস্য ও ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহত সকল ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ ক্বারী মোঃ আশরাফ আলী।