সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভোক্তা অধিকার বাংলাদেশ এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ আগস্ট, ২০২০

রাঙামাটি জেলা প্রতিনিধি:

আজ সোমবার ৩১ আগষ্ট-২০২০ সন্ধ্যায় রাঙামাটি শহরে হাসপাতাল এলাকায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর কার্যালয়ে রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর এক সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নির্মল বড়–য়া মিলন আহবায়ক ও সোহেল চাকমাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট্য একটি কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক কাজী আব্দুর রউফ, সদস্য অলকপ্রিয় চৌধুরী, সৈকত রঞ্জন চৌধুরী, জগৎমিত্র চাকমা, হেলাল উদ্দিন, অনিক চাকমা, জিয়াউল হক, মিঠুন মন্ডল ও নিহার বিন্দু চাকমা।
এছাড়া কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির জন্য তিন সদস্য বিশিষ্ট্য একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে উপদেষ্টা কমিটির উপদেষ্টারা হলেন প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়–য়া ও সমাজ সেবক জুঁই চাকমা।

কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটি গঠনের সভা চলাকালিন কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির মহা সচিব কেজিএম সবুজ অনলাইনের মাধ্যমে সভায় অংশ গ্রহন করেন।

এসময় কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির মহা সচিব কেজিএম সবুজ বলেন, কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ এর কাজ হচ্ছে মুলতঃ জনসাধারনকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা। রাঙামাটি জেলা কমিটির সকল সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাউন্ট থাকাটা বাধ্যতামুলক কারণ করোনা পরিস্থিতিতে ভোক্তাদের সচেতন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকল ভোক্তাদের সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।