কামরুজ্জামান কানু:
গত ৩১ আগষ্ট সকাল ১০ টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় দূর্নীতি প্রতিরোধ কমিটি’র মেলান্দহ উপজেলা শাখা’র কার্যালয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামীম আল ইয়ামিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুন অর রশিদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কিসমত পাশা।
নবগঠিত উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল হাশেম, সহ-সভাপতি মোঃ শাহজাহান, মেলান্দহ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুর ইসলাম শামীম ও উপজেলা যুবলীগ সভাপতি ইব্রাহীম খলিলুল্লাহ। এছাড়াও দূর্নীতি প্রতিরোধ কমিটি’র নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।