রফিকুল ইসলাম সজীব, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে রুপনগর থানা ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভায়, দোয়া মিলাদ ও গরিবদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রুপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন মিঠু।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন,বাঙালি জাতির জাতি সত্তাকে ধুলিস্মাৎ করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কিন্তু মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকার কারণে তা সম্ভব হয়নি। ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাথা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু,আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগে সভাপতি ইব্রাহিম হোসেন,সাধারণ সম্পাদক সাঈদুর রহমান হ্রদয়।

আলোচনা সভায় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর রুপনগর থানা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসাইন মিঠু বলেন, জাতির পিতার ডাকে আমরা স্বাধীন জাতি পেয়েছি। সেই জাতির পিতাকে হত্যার জন্য জিয়াউর রহমান জড়িত। তাই জিয়াউর রহমানের বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করার সময় এসেছে। ১৫ আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন রুপনগর থানা ছাত্রলীগ।সবশেষে প্রতিবারের ন্যায় কয়েক হাজার ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।