সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আলোচিত প্রতিবন্ধীর মোঃ হারুন অর রশিদের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন নরসুন্দা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩১ আগস্ট, ২০২০

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলের আলোচিত প্রতিবন্ধী হারুন অর রশিদের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটি। হারুন অর রশিদ উপজেলার আচারগাওঁ ইউপির সিংদই গ্রামের মৃত আঃ মুতালেবের পুত্র। সে জন্মগত ভাবে প্রতিবন্ধী। প্রায় একযুগ ধরে গাজিপুরে পরিবার নিয়ে বসবাস করতো। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়ায় গতচার মাস ধরে পৈতৃক ভিটায় ফিরে আসে। সেখানে তার নিজস্ব ঘর না থাকায় বড়ভাইয়ের ঘরে কোনমতে বসবাস করে আসছে।

 

তার জীবনের বাস্তবচিত্র নিয়ে গত ২৯ আগষ্ট একাধিক অনলাইন প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। তার পরিবারের অসহায়ত্বের চিত্র জানতে পেরে উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটি আজ সোমবার ৫ হাজার টাকা সমমূল্যের ১৮ প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী হারুনের হাতে তোলে দেয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দীন। সংগঠনটির উপদেষ্টা এ হান্নান আজাদ,সাংবাদিক আবু হানিফ সরকার,, সভাপতি মোঃ জাকির হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃশাহ আলম,পরিচালক মোঃমনিরুজাম্মান বাচ্চু,সাংগঠনিক সম্পাদক মোঃসাব্বির আহম্মেদ উজ্জ্বল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃআমিনুল ইসলাম, সহঃসাংস্কৃতিক বিষয় সম্পাদক এম এইচ মানোয়ার হোসেন,কার্যনির্বাহী সদস্য মোঃরুহুল আমিন দপ্তর সম্পাদক গৌরাঙ্গ আচার্য সেতু প্রমূখ।

 

এসময় ইউএনও এরশাদ উদ্দীন ভাতা কার্ডের ব্যবস্থা করতে তাৎক্ষণিক ভাবে সমাজসেবা অফিসার মোঃ ইনসান আলীকে নির্দেশ দেন। এবং বলেন সরকারি ভাবে ঘর আসলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে তাকে ঘর দেওয়া হবে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তার জন্য পরবর্তীতে একটি স্থানী কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।