মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
শিল্প, বাণিজ্য ও বন্দর শহর যশোরের নওয়াপাড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যলয় অভিযান চালিয়েছে। এ সময় ৮টি প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যলয়ের উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেনের নের্তৃত্বে নওয়াপাড়া বাজারে এ অভিযান চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যলয় সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর ও নোঙরা পরিবেশসহ বিভিন্ন অপরাধের দায়ে ৩৭ ধারায় আজিজ ড্রাগ হাউজকে ৩ হাজার টাকা, একই ধারায় দিপু স্টোরকে ১ হাজার টাকা, দত্ত স্টোরকে ৫ হাজার টাকা, ৩৭/৩৮ ধারায় আবির জেনারেল স্টোরকে ৪ হাজার টাকা, ৩৮ ধারায় আনিস স্টোরকে ৫০০ টাকা ও বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ৪৩ ধারায় নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা ও পার্বণ হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান ও এপিবিএন সদস্য।