কে,এম আল আমিন :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দাম্পত্য জীবনে কলহের জের ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত। সিরাজগঞ্জের জৈষ্ঠ বিচারক হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান শনিবার বিকেলে তাকে কারাগরে পাঠানোর আদেশ দেন। পুলিশ কনস্টেবল মনিরুলের মা মনিরা বেগমও একই মামলার আসামি। ছেলের সঙ্গে তাকেও আদালতে সোপর্দ করেন পুলিশ। আদালত তাদের দু’জনেরই জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।