শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নায়িকা নয়, ভাল অভিনেত্রী হতে চাই: রুবী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ আগস্ট, ২০২০

এম এস শবনম শাহীন:

ডাকনাম রুবী,পুরো নাম সৈয়দা পারভীন রুবী। কুমিল্লায় শহরে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকেও প্রবল ইচ্ছেশক্তি আর স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করার! দেশীয় সংস্কৃতির প্রতি ছিল তার প্রবল আগ্রহ ও অনুরাগ। পড়াশোনার পাশাপাশি ভিবিন্ন পত্রপত্রিকায় ছড়া,কবিতা, গল্প লিখতেন। স্কুল-কলেজে ভিবিন্ন বার্ষিক প্রতিযোগী অনুষ্ঠানে সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি, ছড়া আবৃত্তি করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন রুবী। উৎসাহ পেয়েছেন সবার! ধিরেধিরে দেশীয় বাংলা গান, সিনেমা,নাটক এর প্রতি অসম্ভব ভালোলাগা কাজ করে। প্রবল ইচ্ছে জাগে সেও একদিন মিডিয়াতে কাজ করবেন। হয়ে উঠবেন সবার মধ্যমণি একজন। প্রবল ইচ্ছাশক্তি আর প্রতিভা নিয়ে রুবী ‘‘দৈনিক অন্য-দিগন্ত’’ ও ‘‘সাপ্তাহিক সচিত্র’’  পত্রিকায় সাংবাদিক হিসেবে প্রথম মিডিয়াতে আত্নপ্রকাশ করেন। সাংবাদিকতা করতে গিয়ে অনেক বাধাবিপত্তি পার করতেও হয়েছে।

 

তবে তিনি সফল হয়েছেন,সুনাম কুড়িয়েছেন সাংবাদিকতা ক্যারিয়ারেও! সৈয়দা পারভীন রুবীর প্রথম ছোটপর্দায় অভিষেক ঘটে ‘‘৭১ এর গেরিলা’’ নাটকে। এটি ছিল একটি মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্মিত নাটক! এর পর পিছনে ফিরে থাকাতে হয়নি রুবী কে। ৭১ এর গেরিলা’ নাটকের পর বেপকভাবে পরিচিতি লাভ করেছেন প্রতিভাবান এ অভিনেত্রী। প্রথম নাটকে দর্শক মহলে সাড়া পাওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী রুবী! তারপর তিনি একাধারে ‘‘ধ্বংস’’, ‘‘প্রিয়া মডেল’’ উল্লেখযোগ্য নাটকে কাজ করেন। অভিনয় জীবন বেশী দীর্ঘস্থায়ী না হলেও, স্বল্প ক্যারিয়ারে, অতি অল্প সময়ে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। পেয়েছেন অজস্র মানুষের উৎসাহ ও ভালবাসা…. গত ২২ আগস্ট শুটিংয় হয়ে গেল সার্কেল ভিষন এর প্রযোজনা ও পরিবেশনায় শত পর্বের ওয়েব সিরিজ ‘‘গেস্ট হাউজ’’।

 

‘‘বিথী’’ নামে অসাধারণ এক চরিত্রে অভিনয় করেন প্রতিভাবান এ অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে ওয়েব সিরিজটি রিলেজ হবে জানিয়েছেন চ্যানেল কর্তপক্ষ। একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী রুবী বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। যেন সবসময় দর্শকদের ভাল কিছু উপহার দিতে পারি! নায়িকা নয়, ভাল অভিনেত্রী হতে চাই! আশা করি সবসময় সবাই আমাকে উৎসাহ দিবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।