স্টাফ রিপোর্টার:
খুলনার দৌলতপুর থেকে নিখোজ হওয়ার ৫দিন পর সিরাজুল ইসলাম (১৮) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্বার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিকাল ৫টায় দৌলতপুর থানাধীন পাবলা কারিকর পাড়া সংলগ্ন খালের কচুরি পানা ডোবা থেকে নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। লাশটি বিকৃত হওয়ায় তার পরনে লাল রং এর গেঞ্জি ও ব্লু কালারের ট্রাউজার দেখে পরিবারের লোকজন হৃদয়ের লাশ বলে সনাক্ত করে। নিহত হৃদয় নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী গ্রামস্থ মো: মসিউর রহমানের পুত্র। সে বর্ডার গার্ড স্কুলের দশম শ্রেণীর ছাত্র। নিহতের পরিবার সূত্র জানায়, গত ২৩ আগষ্ট বিকাল ৫টায় বাসা থেকে বের হন হৃদয়।
ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় পাবলা কারিকর পাড়ায় বন্ধু হুসাইন কামরানসহ কয়েকজন মিলে চটপটি খাচ্ছিলো। এসময় একটি ফোন কল আসলে হৃদয় চলে যায় । বন্ধুদের বলে তোরা থাক আমি বিশ মিনিটের মধ্যে আসছি । তারপর থেকে হৃদয়ের মোবাইল ফোন বন্ধ ছিলো। তবে নিহত হৃদয়ের মরদেহ উদ্ধারের পরপরই তার বন্ধু হুসাইন কামরানসহ কয়েকজন পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও র্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এবিষয়ে কেএমপি এডিসি উত্তর সোনালী সেন বলেন, নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে নিখোজেঁর দিন তাকে হত্যা করা হয়েছে।
যেহেতু মরদেহ পুরোটায় বিকৃত হয়ে গেছে। তিনি আরও বলেন, এটা কোন গ্যাং এর কাজ। পূর্ব শত্রুতার জের হিসেবে অথবা তার বন্ধুরা এহত্যাকান্ড ঘটাতে পারে। এই হত্যাকান্ড উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আসল রহস্য জানা যাবে।