সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খুলনায় স্কুল ছাত্রের ঘরে ফেরা হলোনা পাওয়া গেল লাশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার:

খুলনার দৌলতপুর থেকে নিখোজ হওয়ার ৫দিন পর সিরাজুল ইসলাম (১৮) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্বার করেছে পুলিশ। পুলিশ জানায়, বিকাল ৫টায় দৌলতপুর থানাধীন পাবলা কারিকর পাড়া সংলগ্ন খালের কচুরি পানা ডোবা থেকে নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। লাশটি বিকৃত হওয়ায় তার পরনে লাল রং এর গেঞ্জি ও ব্লু কালারের ট্রাউজার দেখে পরিবারের লোকজন হৃদয়ের লাশ বলে সনাক্ত করে। নিহত হৃদয় নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী গ্রামস্থ মো: মসিউর রহমানের পুত্র। সে বর্ডার গার্ড স্কুলের দশম শ্রেণীর ছাত্র। নিহতের পরিবার সূত্র জানায়, গত ২৩ আগষ্ট বিকাল ৫টায় বাসা থেকে বের হন হৃদয়।

 

ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় পাবলা কারিকর পাড়ায় বন্ধু হুসাইন কামরানসহ কয়েকজন মিলে চটপটি খাচ্ছিলো। এসময় একটি ফোন কল আসলে হৃদয় চলে যায় । বন্ধুদের বলে তোরা থাক আমি বিশ মিনিটের মধ্যে আসছি । তারপর থেকে হৃদয়ের মোবাইল ফোন বন্ধ ছিলো। তবে নিহত হৃদয়ের মরদেহ উদ্ধারের পরপরই তার বন্ধু হুসাইন কামরানসহ কয়েকজন পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও র‌্যাবের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এবিষয়ে কেএমপি এডিসি উত্তর সোনালী সেন বলেন, নিহত হৃদয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে নিখোজেঁর দিন তাকে হত্যা করা হয়েছে।

 

যেহেতু মরদেহ পুরোটায় বিকৃত হয়ে গেছে। তিনি আরও বলেন, এটা কোন গ্যাং এর কাজ। পূর্ব শত্রুতার জের হিসেবে অথবা তার বন্ধুরা এহত্যাকান্ড ঘটাতে পারে। এই হত্যাকান্ড উদঘাটনের জন্য তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আসল রহস্য জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।