বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিন উপজেলার ছাত্রলীগের সভাপতি হিসাবে দেখতে চায় ফরহাদ কে ছাত্রলীগের কর্মিরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ আগস্ট, ২০২০
সাইফুল ইসলাম সাকিব তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের চলমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনে সম্মেলনের তারিখ ঘোষণা না হতেই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অফলাইনে মিছিল মিটিং শোডাউনের মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে চলছে সরব প্রচার প্রচারণা। এসব প্রচার প্রচারণায় দেখা গেছে গঠণতন্ত্র বহির্ভুত অনেক অছাত্র ব্যবসায়িদেরকে সভাপতি/সম্পাদক করার জন্য বিভিন্ন প্রচারণা লবিং ও তদবির চালানো হচ্ছে। তবুও এখানকার ছাত্রলীগ কর্মীরা আশায় বুক বেধে আছেন সংগঠনের গঠনতন্ত্র মেনে প্রকৃত ছাত্র নেতাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। এছাড়াও দলের দুর্দিন, জাতীয় নির্বাচন সহ দলীয় বিভিন্ন কার্যক্রমে যাদের সরব উপস্থিতি সহ স্থানীয় সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের পাশে যারা ছিলো, তাদের হাতেই ছাত্রলীগের নেতৃত্ব তুলে দেওয়া হবে এমনটাই প্রত্যাশা এখানকার ছাত্রলীগ কর্মীদের। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে জানা যায়,তজুমদ্দিন উপজেলার ছাত্রলীগের শাখা ছাত্রলীগের কর্মী মোঃ ফরহাদ হোসেন তজুমদ্দিন উপজেলার ছাত্রসমাজের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছেন।
বর্তমান সময়ের আলোচিত (অবিবাহিত) এই ছাত্রনেতা বিগত দিনে ছাত্রলীগ কর্মীদের বিপদে আপদে সব সময় পাশে থেকে সহযোগীতা করেছেন। স্বাধীনতার স্বপক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় মুজিব আদর্শকে ধারণ করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে রয়েছে তার বিশেষ অবদান। ফরহাদ আওয়ামীলীগ পরিবারের সন্তান হওয়ায় হাইস্কুল জীবন থেকে ছাত্রলীগের সকল কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরক্ষর মুক্ত বাংলাদেশ উপহার দিতে ভোলা-০৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের আস্থাভাজন তরুণ এ নেতাকে তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি  হিসেবে দেখতে চায় এখানকার ছাত্রলীগ কর্মীরা। তরুণ এ ছাত্রনেতার পক্ষে অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্রচার প্রচারণায় তার জনপ্রিয়তা দেখে অনেকটা চমকে গিয়েছে এখানকার আ’লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। ফরহাদ ছোট বেলা থেকে ছাত্রলীগের কর্মি হিসাবে কাজ করে। তিনি কয়েকটি সংগঠনের সাথে জরিত আছে বর্তমানে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।